চাঁদের আলোয় আঁচল পেতে ঘুমিয়ে গেছে মা।
রাতের বকুল নয়ন দুটি একটু মেলো না
মায়ের কোলে ঘুমায় খোকন স্বপ্ন নেমে আয়।।
নিঝুম রাতে নিজের কোলে ছড়িয়ে জ্যোছনা।
চাঁদের হাসি কুসুম ফোটে ছড়িয়ে বাসনা
মধুর তিথি অথৈ কূলে ভাবনা ভেসে যায়।
রাতের বকুল নয়ন দুটি একটু মেলো না
মায়ের কোলে ঘুমায় খোকন স্বপ্ন নেমে আয়।।
নিঝুম রাতে নিজের কোলে ছড়িয়ে জ্যোছনা।
চাঁদের হাসি কুসুম ফোটে ছড়িয়ে বাসনা
মধুর তিথি অথৈ কূলে ভাবনা ভেসে যায়।
No comments:
Post a Comment