গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ।।
চিত্তে কে নৃত্যে মাতে দোল্ লাগানো ছন্দে,
মদির রঙের নেশায় অধীর আনন্দে।
নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত
বাজে মেঘ- মৃদঙ।।
প্রাণের তটে কামোদ নটে সুর
বাজিছে সুমধুর।
দুলে অলকা নন্দা রাঙা তরঙ্গে
শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রূভঙ্গে।
বাজিছে বুকে সুর-তরঙ্গ
কাফির (সুর) সারঙ।
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ।।
চিত্তে কে নৃত্যে মাতে দোল্ লাগানো ছন্দে,
মদির রঙের নেশায় অধীর আনন্দে।
নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত
বাজে মেঘ- মৃদঙ।।
প্রাণের তটে কামোদ নটে সুর
বাজিছে সুমধুর।
দুলে অলকা নন্দা রাঙা তরঙ্গে
শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রূভঙ্গে।
বাজিছে বুকে সুর-তরঙ্গ
কাফির (সুর) সারঙ।
No comments:
Post a Comment