Notation is the written expression of music notes and rhythms on paper using symbols. When music is written down, the pitches and rhythm of the music is notated, along with instructions on how to perform the music. The study of how to read notation involves music theory, harmony, the study of performance practice, and in some cases an understanding of historical performance methods. Written notation varies with style and period of music. In Western Art music, the most common types of written notation are scores, which include all the music parts of an ensemble piece, and parts, which are the music notation for the individual performers or singers. In popular music, jazz, and blues, the standard musical notation is the lead sheet, which notates the melody, chords, lyrics (if it is a vocal piece), and structure of the music. Scores and parts are also used in popular music and jazz, particularly in large ensembles such as jazz "big bands."
Wednesday, October 7, 2015
Baira cea dekhi jor jese theme
Notation is the written expression of music notes and rhythms on paper using symbols. When music is written down, the pitches and rhythm of the music is notated, along with instructions on how to perform the music. The study of how to read notation involves music theory, harmony, the study of performance practice, and in some cases an understanding of historical performance methods. Written notation varies with style and period of music. In Western Art music, the most common types of written notation are scores, which include all the music parts of an ensemble piece, and parts, which are the music notation for the individual performers or singers. In popular music, jazz, and blues, the standard musical notation is the lead sheet, which notates the melody, chords, lyrics (if it is a vocal piece), and structure of the music. Scores and parts are also used in popular music and jazz, particularly in large ensembles such as jazz "big bands."
Music is an art form whose medium is sound and silence. The common elements of music are pitch (which governs melody and harmony), rhythm (and its associated concepts tempo, meter, and articulation), dynamics, and the sonic qualities of timbre and texture (which are sometimes termed the "color" of a musical sound). Music is performed with a vast range of instruments and with vocal techniques ranging from singing to rapping, and there are both solely instrumental pieces and solely vocal pieces. The word derives from Greek μουσική (mousike; "art of the Muses").[1]
In its most general form the activities describing music as an art form
include the production of works of music (songs, symphonies, and so
on), the criticism of music, the study of the history of music, and the aesthetic examination of music.
Aji joro joro mokhorito badolo dine
It’s been said that voice is the original instrument, but it’s certainly
come a long way since Gregorian chant. From overtone singing with
amplified pop rocks to the point where speech and surly snarls become
indistinguishable, each of the composers featured on this program have
taken the vocal cords to their outer reaches and beyond. If one thing’s
for sure, it’s that this music will leave you speechless.
Tuesday, October 6, 2015
Telling storics
A radio show doesn’t make an impact without listeners and Byrne’s shows have a loyal following who respond to her easygoing, music-centred enthusiasm, a skill which has been given recognition in the form of a place on the shortlist of the PPI Awards Radio DJ category this year for her TXFM show.
“One of the most important things for me as a presenter is telling
stories around records, putting them in context. I remember playing Stand On The Word
and telling people it was my grandad’s favourite tune when he first
listened to me on Phantom FM. People still come up to me and say they
love that story.”
Monday, October 5, 2015
Piano sheet music
"Sheet Music Plus is the BEST! Not only are we able to actually read
the contents of an anthology, but their web-site also allows us to see a
few pages, just to make sure we're ordering the appropriate difficulty
level, and to actually hear a minute or two of a selection as well! Once
an order is placed, which I often do due to the very reasonable
shipping charge, I almost swear it is in my mailbox the next day! The
turn-around service is phenomenal. I've referred several of my musician
friends to Sheet Music Plus and hope they are now enjoying your great
service as much as I do."
Nipa
কাবেরী নদী-জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা।।
প্রভাত-সিনানে আসি’ আলসে
কঙ্কন-তাল হানো কলসে
খেলে সমীরণ, ল’য়ে কবরীর মালিকা।।
দিগন্তে অনুরাগে নবারুন জাগে
তব জল ঢল ঢল করুণা মাগে।
ঝিলাম, রেবা নদী-তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারেই তন্বী শ্যামা-কর্ণাটিকা।।
রাগ:কর্ণাটী-সামন্ত তাল:ত্রিতাল
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা।।
প্রভাত-সিনানে আসি’ আলসে
কঙ্কন-তাল হানো কলসে
খেলে সমীরণ, ল’য়ে কবরীর মালিকা।।
দিগন্তে অনুরাগে নবারুন জাগে
তব জল ঢল ঢল করুণা মাগে।
ঝিলাম, রেবা নদী-তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারেই তন্বী শ্যামা-কর্ণাটিকা।।
রাগ:কর্ণাটী-সামন্ত তাল:ত্রিতাল
Amaro porano jaha cay
গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ।।
চিত্তে কে নৃত্যে মাতে দোল্ লাগানো ছন্দে,
মদির রঙের নেশায় অধীর আনন্দে।
নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত
বাজে মেঘ- মৃদঙ।।
প্রাণের তটে কামোদ নটে সুর
বাজিছে সুমধুর।
দুলে অলকা নন্দা রাঙা তরঙ্গে
শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রূভঙ্গে।
বাজিছে বুকে সুর-তরঙ্গ
কাফির (সুর) সারঙ।
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ।।
চিত্তে কে নৃত্যে মাতে দোল্ লাগানো ছন্দে,
মদির রঙের নেশায় অধীর আনন্দে।
নাচিছে সমীরে পুষ্প, পাগল বসন্ত
বাজে মেঘ- মৃদঙ।।
প্রাণের তটে কামোদ নটে সুর
বাজিছে সুমধুর।
দুলে অলকা নন্দা রাঙা তরঙ্গে
শিখী কুরঙ্গ নাচে রঙিলা ভ্রূভঙ্গে।
বাজিছে বুকে সুর-তরঙ্গ
কাফির (সুর) সারঙ।
mishu
ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ভুলিনী মা
জন্ম থেকে জেনেছি গো
তোমাকে মা বলে,
তবু দেখ ভেসে গেলাম
আমি গাঙের জলে
শুধু তুমি ছাড়া
আরতো কেউ নেই যে আমার
ও ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় দেখেছি
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ভুলিনী মা
কোথায় ছিলাম,কেমন ছিলাম
সবি জান তুমি
যখন যেথায় রেখেছ মা
আছি তেমনি আমি
হাসিমুখে মেনে নিয়েছি
তোমার বিচার
ও ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি
বহু দিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ও ভুলিনী মা
এক পলকে কত কিছু
হতে পারে এখানে
যা হবে তা ভাল হবে
তুমি আছ যেখানে
মন্দ-ভাল সবেতে মা
তোমার জয় জয়কার
ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি;
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি;
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার,
ও ও ভুলিনী মা(২
তোমায় ডেকেছি
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ভুলিনী মা
জন্ম থেকে জেনেছি গো
তোমাকে মা বলে,
তবু দেখ ভেসে গেলাম
আমি গাঙের জলে
শুধু তুমি ছাড়া
আরতো কেউ নেই যে আমার
ও ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় দেখেছি
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ভুলিনী মা
কোথায় ছিলাম,কেমন ছিলাম
সবি জান তুমি
যখন যেথায় রেখেছ মা
আছি তেমনি আমি
হাসিমুখে মেনে নিয়েছি
তোমার বিচার
ও ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি
বহু দিনের পরে তোমার
কাছে এসেছি
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার
ও ও ভুলিনী মা
এক পলকে কত কিছু
হতে পারে এখানে
যা হবে তা ভাল হবে
তুমি আছ যেখানে
মন্দ-ভাল সবেতে মা
তোমার জয় জয়কার
ও ভুলিনী মা দূরে থেকে
তোমায় ডেকেছি;
বহুদিনের পরে তোমার
কাছে এসেছি;
আজকে নেচে গেয়ে
মন ভোলাব যে তোমার,
ও ও ভুলিনী মা(২
Pakhy
চাঁদের আলোয় আঁচল পেতে ঘুমিয়ে গেছে মা।
রাতের বকুল নয়ন দুটি একটু মেলো না
মায়ের কোলে ঘুমায় খোকন স্বপ্ন নেমে আয়।।
নিঝুম রাতে নিজের কোলে ছড়িয়ে জ্যোছনা।
চাঁদের হাসি কুসুম ফোটে ছড়িয়ে বাসনা
মধুর তিথি অথৈ কূলে ভাবনা ভেসে যায়।
রাতের বকুল নয়ন দুটি একটু মেলো না
মায়ের কোলে ঘুমায় খোকন স্বপ্ন নেমে আয়।।
নিঝুম রাতে নিজের কোলে ছড়িয়ে জ্যোছনা।
চাঁদের হাসি কুসুম ফোটে ছড়িয়ে বাসনা
মধুর তিথি অথৈ কূলে ভাবনা ভেসে যায়।
Sunday, October 4, 2015
2mi asbe bole
ভালো আছি,
ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি ।।
বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি ।।
বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে
Amr hiyer maje lokia cile
এ যুগের হৈমন্তী (Facebook Version)
লেখা :লাল বৃত্ত
বরের বাপ সবুর করিতে পারিতেন
কিন্তু
কন্যার বাপ সবুর করিতে চাহিলেন
না।
তিনি দেখিলেন মেয়েটির
ফোনালাপ,
ফেসবুকে চ্যাটিং এবং ড্রিংকসের
নেশা অতিরিক্ত
বাড়িয়া গিয়াছিলো। আর
কিছুদিন
গেলে সেটা ভদ্র অভদ্র
ভাবে সমাজে ঢাকিয়া রাখা যাইবে না।
ইদানিং মেয়েটির নাইট
ক্লাবে যাতায়াত ভয়ানক
ভাবে বাড়িয়া গিয়াছে।
সে জন্যই
তাড়া।
লেখা :লাল বৃত্ত
বরের বাপ সবুর করিতে পারিতেন
কিন্তু
কন্যার বাপ সবুর করিতে চাহিলেন
না।
তিনি দেখিলেন মেয়েটির
ফোনালাপ,
ফেসবুকে চ্যাটিং এবং ড্রিংকসের
নেশা অতিরিক্ত
বাড়িয়া গিয়াছিলো। আর
কিছুদিন
গেলে সেটা ভদ্র অভদ্র
ভাবে সমাজে ঢাকিয়া রাখা যাইবে না।
ইদানিং মেয়েটির নাইট
ক্লাবে যাতায়াত ভয়ানক
ভাবে বাড়িয়া গিয়াছে।
সে জন্যই
তাড়া।
In addition to the idiom beginning with
music also see: face the music
The American Heritage® Idioms DictionaryCopyright © 2002, 2001, 1995 by Houghton Mifflin Company. Published by Houghton Mifflin Company.
Cite This Source
Subscribe to:
Posts (Atom)